জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফর, এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১৪:৪৮| আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৫:২৯
অ- অ+

জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফর করায় দলের পাঁচজন শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।

পাঁচ নেতা হলেন— এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তার স্বামী দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বুধবার দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পাঁচ চিঠিতে এ নোটিশ দেওয়া হয়।

প্রত্যেকের নোটিশে বলা হয়েছে, গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা 'রাজনৈতিক পর্ষদ'-এর নিকট পূর্বে অবগত করা হয়নি।

এমতাবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ পদে ১৫৫ জনকে চাকরির সুযোগ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের
নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে:  স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি: সিইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা