ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আপত্তি নেই এনসিপির, তবে...

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এ সময়ে নির্বাচন আয়োজনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তবে নির্বাচনের আগে বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কার করা এটি এই সরকারের কর্তব্য বলে মনে করেন তিনি। বলেন, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার প্রস্তুতি আমাদের দিতে হবে।
বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠের উদ্যোগকে স্বাগত জানাই। তবে জুলাই ঘোষণাপত্রটির মধ্যে কিছু বিষয় বাদ রয়ে গেছে, তাই এটা পরিপূর্ণতা পায়নি। ঘোষণাপত্রের আরও পরিপূর্ণতা পাওয়ার জন্য আমরা কিছু বিষয়ে সরকারের কাছে আবেদন করেছিলাম তবে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে ৪৭ কে উল্লেখ করা হয়নি। শহীদের সংখ্যা কম দেখানো হয়েছে। প্রায় এক হাজার বলা হয়েছে। তবে জাতিসংঘের রিপোর্ট এই ১৪০০ এর উপরে আছে। সরকার প্রকৃত নিহতের সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে। এটা ঘোষণাপত্রের মাধ্যমে প্রকাশ পায়।
এই এনসিপি নেতা বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, মোদিবিরোধী আন্দোলন ও ভ্যাট কমানোর আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সুনির্দিষ্ট উল্লেখ করা উচিত ছিল বলে আমরা মনে করি।
এর আগে মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাপত্রে ২৮টি দফা যুক্ত করা হয়েছে। এতে ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন স্থান পেয়েছে।
জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় প্রধান উপদেষ্টার পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর), আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।
(ঢাকাটাইমস/৬আগস্ট/এলএম)

মন্তব্য করুন