‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে বিআরটিএ'র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১৬:০৬
অ- অ+

‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ। অনুষ্ঠানে জুলাই শহীদের স্মরণ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিশেষ এই আলোচনায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক এবং বিশিষ্ট লেখক ও চিন্তাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ড. সলিমুল্লাহ বলেন,' ৫ আগস্টে শেখ হাসিনার আইয়েমে জাহেলিয়াত থেকে মুক্তি পেয়েছি। আর কোন আইয়েমে জাহেলিয়াতকে আমরা মেনে নিবো না। বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি নানা রকমের পরামর্শও দেন।

সিনিয়র সচিব এহছানুল হক তার বক্তব্য জুলাই শহীদের স্মরণ করে বিগত সরকারের দ্বারা তিনি কিভাবে হয়রানির শিকার হয়েছিলেন সেই ঘটনা বর্ননা করেন।

তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রীর কথামত একটা টেন্ডার দিতে পারিনি বলে আমাকে এখান থেকে বিদায় নিতে হয়েছিল।

অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্য রাখেন বিআরটিএ'র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, জুলাই আন্দোলনচলাকালে ড.সলিমুল্লাহ খানের বক্তব্যে আমার এখনো মনে পড়ে। এই বক্তব্যের পরই বাংলাদেশের সিনিরিটা বলদে যাওয়া শুরু করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালক প্রশাসন মো.কামরুল ইসলাম চৌধুরীসহ বিআরটিএ'র উধ্বত্বন কর্মকর্তারা এবং বিভিন্ন বিভাগের কর্মচারীরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সবুজবাগে হেরোইনসহ ১১ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
ভোটের দিন নিরাপত্তায় থাকবে আট লাখ সদস্য, বডি-ওর্ন ক্যামেরা
আনসার বাহিনীতে ১৫ জন কর্মকর্তার পদোন্নতি, মহাপরিচালকের হাতে র‍্যাংক ব্যাজ পরিধান
‘এই জন্মে দেব-শুভশ্রীকে আলাদা করা যাবে না’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা