ভোটের দিন নিরাপত্তায় থাকবে আট লাখ সদস্য, বডি-ওর্ন ক্যামেরা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১৮:০৯
অ- অ+

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষকরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনীর মোট আট লাখ সদস্য মোতায়েন করা হবে। আইনশৃঙ্খলার সার্বক্ষণিক পরিস্থিতি তাৎক্ষণিক জানতে ৪৭ হাজার কেন্দ্রে একটি করে বডি-ওর্ন ক্যামেরা দেয়া হবে।

বুধবার (৬ আগস্ট) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, আজকের আলোচনা সভায় সারাদেশের নির্বাচন পরিচালনার জন্য কত ফোর্স প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে৷ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা আট লাখের মতো থাকবে৷ এর মধ্যে পুলিশ, আনসার থেকে শুরু বিজিবি, সেনাবাহিনী পর্যন্ত থাকবে। সব বাহিনীকেই প্রশিক্ষণ দেয়া হবে৷

প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে নির্বাচনী কেন্দ্রে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের সাথে আনসার-পুলিশ সবাই থাকবে৷

কারা বডি-ওর্ন ক্যামেরা পাবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতি কেন্দ্রেই একটি করে বডি-ওর্ণ ক্যামেরা দেয়ার চেষ্টা করা হবে৷ পুলিশের মধ্যে যিনি সিনিয়র পদধারী থাকবেন, তার কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে৷

উপদেষ্টা বলেন, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সব বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া নির্বাচন কমিশন পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে।

আর বাহিনীগুলোর প্রশিক্ষণের পর তাদের মহড়া দেয়ার ব্যবস্থাও করা হবে এবং নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভালোভাবে হতে পারে সে অনুশীলন করা হবে বলে জানান উপদেষ্টা।

পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ কর্মকর্তাকে সংযুক্তিতে বদলি করার বিষয় উপদেষ্টা বলেন, এটা রুটিন বিষয়৷ এটা সব সময় চলমান থাকবে।

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এলএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুহূর্তেই পদ্মায় বিলীন দোতলা মসজিদ, ঝুঁকিতে ৬০০ পরিবার ও ২০০ ব্যবসাপ্রতিষ্ঠান
গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ১৯ মামলায় চার্জশিট দিল পুলিশ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর জেলা বিএনপির বিজয় র‌্যালি
আ.লীগ কর্মীদের সশস্ত্র প্রশিক্ষণ, ডিবি হেফাজতে নেওয়া হয়েছে মেজর সাদিকের স্ত্রীকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা