এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত র্যাব সদস্যদের সন্তানদের বিশেষ সম্মাননা

র্যাব ফোর্সেস কেবল দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং জাতি গঠনে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে নিয়মিতভাবে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার র্যাব ফোর্সেস সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সদস্যদের সন্তানদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সদর দপ্তরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব ফোর্সেসের মহাপরিচালক। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র্যাব সদর দপ্তরের পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তারা, গর্বিত অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি দুইটি পৃথক পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ঢাকাস্থ ব্যাটালিয়নসমূহে কর্মরত র্যাব সদস্যদের ৩৬ জন সন্তানকে সম্মাননা ক্রেস্ট, সনদ এবং এককালীন মেধাবৃত্তি প্রদান করেন মহাপরিচালক নিজে। দ্বিতীয় পর্বে ঢাকার বাইরের ব্যাটালিয়নে কর্মরত সদস্যদের ৪৮ জন সন্তানকে ব্যাটালিয়ন অধিনায়কদের মাধ্যমে একই সম্মাননা প্রদান করা হয়। সব মিলিয়ে ৮৪ জন শিক্ষার্থী এই সম্মাননা লাভ করেন।
মহাপরিচালক তার বক্তব্যে বলেন, "এই কৃতিত্ব শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অদম্য মানসিকতার ফল। এটি শুধু পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য গর্বের।"এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
র্যাব ফোর্সেসের এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং জাতীয় উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
(ঢাকাটাইমস/৬আগস্ট/এলএম)

মন্তব্য করুন