বিন্যান্স প্ল্যাটফর্মে ডলার কেনার নামে প্রতারণা: গুলশানে কোটি টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ২০:৩৯
অ- অ+

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বিন্যান্স (Binance) এর মাধ্যমে ডলার কেনার নামে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

তারা হলো— রুবেল আহম্মদ এবং তাপস বাড়ৈ।

তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার টাকা নগদ অর্থ এবং দুটি মোবাইল ফোন।

গুলশান থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এলাকায় অভিযান চালায় থানার একটি নিয়মিত টহল টিম। সকাল ১১টার দিকে ২৬ লাখ টাকার জাল নোটসহ প্রথমে রুবেল আহম্মদকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী মিরপুর এবং গুলশান-২ এর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই চক্রের সদস্য তাপস বাড়ৈকে আটক করা হয়।

হোটেলের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় আরও ৮৯ লাখ ৯২ হাজার টাকার জাল নোট এবং তাপসের কাছ থেকে ১৯ লাখ ৯৬ হাজার টাকার জাল নোট।

এ ঘটনায় আটক দুইজন ছাড়াও পলাতক আরও দুইজন এবং অজ্ঞাতপরিচয় ৩–৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, বিন্যান্স প্ল্যাটফর্মের মতো বৈশ্বিক ডিজিটাল মুদ্রা লেনদেন ব্যবস্থাকে ব্যবহার করে প্রতারণা ও জাল নোট ব্যবহারের চেষ্টায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। পলাতকদের গ্রেপ্তার ও জাল টাকা সরবরাহের উৎস শনাক্তে তদন্ত চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়াল থাইল্যান্ড 
তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়: আমিনুল হক
নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়
জুলাই পূনর্জাগরণ ও তারুণ্যের উৎসব, শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা