আ.লীগ কর্মীদের সশস্ত্র প্রশিক্ষণ, ডিবি হেফাজতে নেওয়া হয়েছে মেজর সাদিকের স্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১৯:৪৩| আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ২০:২৪
অ- অ+

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের— ডিবির একটি দল তাকে হেফাজতে নেয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনকে নিয়ে ট্রেনিং করানো হয়। এই ঘটনার পর অনেককে গ্রেপ্তার করা হয়। যেখানে মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে নিজেদের হেফাজতে নেয় সেনাবাহিনী। তার বিষয়ে শুরু হয়েছে তদন্ত।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) তালেবুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘রাজধানীর কে বি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামে এক নারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।’

ডিবির যুগ্ম-কমিশনার নাসিরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা তাকে পল্লবী এলাকা থেকে আটক করে হেফাজতে নিয়েছি। তবে তিনি যে পুলিশে চাকরি করেন এমন তথ্য সঠিক না। আমরা তাকে প্রশিক্ষণ বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি।’

অভিযোগ ছিল মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বামীর সঙ্গে এই প্রশিক্ষণ দিতেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর তাকে খুঁজছিল পুলিশ।

এদিকে ৩১ জুলাই বিকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে এক প্রেস ব্রিফিংয়ে সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.নাজিম-উদ-দৌলা জানান, আওয়ামী লীগের কর্মীদের মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসার প্রশিক্ষণ দিচ্ছে— এমন খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এরপরেই তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। একইসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সেনাবাহিনীর এই ঊধ্বর্তন কর্মকর্তা আরও জানান, বিষয়টি এখন তদন্তাধীন আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে এর বেশি এই মূহুর্তে বলা আমার মনে হয় সমীচীন হবে না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়াল থাইল্যান্ড 
তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়: আমিনুল হক
নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়
জুলাই পূনর্জাগরণ ও তারুণ্যের উৎসব, শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা