জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর জেলা বিএনপির বিজয় র‌্যালি

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ২০:০১
অ- অ+

ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরে বিজয় র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

বুধবার ( আগস্ট) বিকালে শহরের বাসট্যান্ড এলাকা থেকে র‌্যালি শুরু হয়। এর আগে র‌্যালি উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিজয় র‌্যালিটি শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে স্টেডিয়াম রোড, মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, কালীবাড়ি, জোড়পুকুর পাড় হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শেথ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘বর্তমান সরকার এক বছরে শেখ হাসিনার বিচার সম্পন্ন রতে পারেনি। আগামীতে করতে পারবে কিনা ন্দেহ ছে। যদি না পারেন, তাহলে বিএনপি বিচার কাজ সম্পন্ন করবে।’

তিনি আরও লেন, ‘গত এক বছরে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে চাঁদপুরের সাধারণ জনগণ বসবাস রছে। কিছু কিছু দূষ্কৃতকারী আমাদের লের নামে কুৎসা টাচ্ছেন। তাদের থেকে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা, যারা কোনো অপকর্মের সাথে ড়িত থাকবে, তাদের কোনো মিটিতে স্থান বে না।’

আওয়ামী লীগের কিছু কিছু নেতাকর্মী ভাষণ দেওয়ার চেষ্টা রেন, ভোরে মিছিল রেন- তাদের উদ্দেশে বিএনপির জেলা সভাপতি বলেন, ‘আপনাদের আপা আর আসবে না। আপনাদের আপা আপনাদের রেখে পালিয়ে গেছে।’

আরোও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। সভা পরিচালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবির প্রধান, ফেরদৌস আলম বাবু, আমিন উল্লাহ বেপারী, ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, হারুন অর রশিদ, আফজাল হোসেন, অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী, শাহজালাল মিশন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনুর রশিদ।

আরও ছিলেন ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাদল, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল আলম সূর্য, সদস্যসচিব শামছুল আরেফীন, জেলা ছাত্রদল সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালি শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ছাত্রদল সহ অন্যান্য সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও র‌্যালিতে যোগ দেন।

হাতে মাথায় জাতীয় পতাকা, দলীয় পতাকাসহ বিভিন্ন রঙের ক্যাপ পরে র‌্যালিতে অংশ নেন তারা। র‌্যালির সামনে আছে ব্যান্ড পার্টিও। ধানের শীষ দিয়ে সেজে অনেকে আসেন র‌্যালিতে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়াল থাইল্যান্ড 
তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়: আমিনুল হক
নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়
জুলাই পূনর্জাগরণ ও তারুণ্যের উৎসব, শাহ্জালাল ইসলামী ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা