গণ-অভ্যুত্থানকালীন ঘটনায় ১৯টি মামলায় চার্জশিট, ৮টি হত্যা মামলা

দেশজুড়ে ছড়িয়ে পড়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত বিভিন্ন সহিংস ও অপরাধমূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজুকৃত মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১৯টি মামলায় চার্জশিট দাখিল করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর মধ্যে রয়েছে ৮টি হত্যা মামলা এবং অন্যান্য বিভিন্ন অপরাধে দায়েরকৃত ১১টি মামলা।
বুধবার পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চার্জশিট দাখিল করা ৮টি হত্যা মামলার মধ্যে ৩টি শেরপুর জেলায়, ১টি করে ফেনী, চাঁদপুর, কুমিল্লা, কুড়িগ্রাম এবং চট্টগ্রাম মহানগরে দায়ের হয়েছিল। এছাড়া অন্যান্য ধারায় দায়েরকৃত ১১টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অধীনে একটি করে মামলা রয়েছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জে ৩টি, সিরাজগঞ্জে ২টি, পাবনায় ১টি, জামালপুরে ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্তাধীন রয়েছে আরও ২টি মামলা।
পুলিশ সূত্র জানায়, এসব মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন।
অপরদিকে, গণ-অভ্যুত্থানকালীন বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া বাকি মামলাগুলোর তদন্ত কার্যক্রমও দ্রুত শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
পুলিশ বলছে, গণ-অসন্তোষের সময় সংঘটিত ঘটনার যথাযথ তদন্ত ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইনানুগ সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন