টেক্সট মেসেজ পাঠিয়ে প্রতারণা, ৬৮ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১২:০৮| আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:৪২
অ- অ+

বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপে প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিয়েছে মেটা। ২০২৫ সালের প্রথমার্ধে ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণ টেক্সট মেসেজ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিস্তৃত প্রতারণা চালানো হচ্ছিল।

মেটার বরাত দিয়ে জানানো হয়েছে, এসব অ্যাকাউন্টের অনেকগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার সংঘটিত অপরাধী চক্রের সঙ্গে জড়িত। এই চক্রগুলো মানুষকে জোর করে প্রতারণামূলক কাজে বাধ্য করত। সাইবার অপরাধ দমন ও ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপে চালু করা হয়েছে নতুন অ্যান্টি-স্ক্যাম ব্যবস্থা।

এই ব্যবস্থার আওতায়, কোনো অপরিচিত ব্যক্তি যদি কাউকে গ্রুপ চ্যাটে যুক্ত করে, তবে ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠানো হবে। এতে প্রতারণার সম্ভাবনা সম্পর্কে আগে থেকেই সতর্ক হতে পারবেন ব্যবহারকারীরা।

বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীরা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট চুরি করে বা গ্রুপ চ্যাটে যোগ করিয়ে ভুয়া বিনিয়োগসহ বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যকলাপ চালায়। এ ধরনের প্রতারণা বন্ধে হোয়াটসঅ্যাপ আগে থেকেই সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এর আগে মেটা ও ওপেনএআই যৌথভাবে কম্বোডিয়ার একটি প্রতারক চক্রের কার্যক্রম বন্ধ করে দেয়। সেই চক্রটি সামাজিক মাধ্যমে ‘লাইকের’ বিনিময়ে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘রেন্ট-এ-স্কুটার’ নামে একটি ভুয়া স্কিম চালাচ্ছিল।

মেটা জানিয়েছে, এই ধরনের চক্র চ্যাটজিপিটির মতো প্রযুক্তি ব্যবহার করে সম্ভাব্য ভুক্তভোগীদের টার্গেট করতে নির্দেশাবলি তৈরি করত। সাধারণত, তারা প্রথমে এসএমএসের মাধ্যমে যোগাযোগ শুরু করে, পরে আলাপচারিতা প্রাইভেট ম্যাসেজিং অ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ে যেত। প্রতারণার শেষ ধাপ হতো পেমেন্ট বা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ আদায়।

মেটা সতর্ক করে জানিয়েছে, ‘আপনাকে যদি অর্থ বা আয়ের প্রলোভনে আগেই কোনো অর্থ পাঠাতে বলা হয়, তাহলে সেটি নিশ্চিতভাবেই একটি প্রতারণার ফাঁদ।’

প্রতারণার এই কেন্দ্রগুলো মিয়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলোতে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে এবং কোটি কোটি ডলারের প্রতারণা চালাচ্ছে। এসব কেন্দ্র থেকে প্রায়শই লোকজনকে জোর করে নিয়োগ দিয়ে প্রতারণায় ব্যবহার করা হয়।

এমন পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে মেটা। বিশেষ করে, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির কাছে বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে পিবিআই
প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি রেখেছেন: জামাল হায়দার
মাতুয়াইলে বাসযাত্রী সেজে ইয়াবা পাচার, দশ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ১
নির্বাচন হলে জনগণই বড় প্রহরী হয়ে দাঁড়াবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা