ইসির কাছে বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে পিবিআই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১৩:৪৫| আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৫:১৮
অ- অ+

বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্বপালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য চাওয়ায় উদ্যোগ নিয়েছে ইসি।

সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মামলার তদন্তের স্বার্থে পিবিআই আমাদের কাছে ২০১৪, ২০১৮ ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য এর আগে চেয়েছিল। এরপর নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে। আমরা সে তথ্য সংগ্রহ করার জন্য ঢাকা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সব জেলা প্রশাসকের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছি। তথ্য আসার পর তা আমরা পিবিআইকে দেব।

চিঠিতে ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলা সুষ্ঠু তদন্ত ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১৪, ২০১৮ ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সব জেলা/মেট্রোর নির্বাচনী এলাকার নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নং, পাসপোর্ট নং মোবাইল নং তথ্য সরবরাহের জন্য অনুরোধ করেন।

এর আগে ২০১৪, ২০১৮ ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল পিবিআই।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুত ইসি: সিইসি
‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষে বিআরটিএ'র আলোচনা সভা
৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করে চমক দিলেন ড. জাকির নায়েক
শুক্রবার তারেক রহমানের সাথে বৈঠক করবে ১২দলীয় জোট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা