মাতুয়াইলে বাসযাত্রী সেজে ইয়াবা পাচার, দশ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১৩:০৩| আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৩:৫৯
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে বাসযাত্রী সেজে ইয়াবা পাচারকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, সিপিস-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারের সময় তার পেট থেকে বিশেষ পদ্ধতিতে বের করা হয়েছে ৩ হাজার ৬০০ পিস ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার দুপুরে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গতকাল ৫ আগস্ট রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫৩৫৬) থেকে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করা হয়। তার নাম মো. জহির রানা (৩৪)। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার দক্ষিণ সুতালড়ী গ্রামের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে জহির রানা জানান, তিনি ইয়াবাগুলো বিশেষ কৌশলে গিলে পেটে রেখেই পাচারের উদ্দেশ্যে ঢাকায় আসছিলেন। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এক্স-রে করানো হয়, যেখানে তার পেটে বস্তু সদৃশ কিছু দেখা যায়।

৬ আগস্ট সকালে হাসপাতালের চিকিৎসকরা ওষুধ প্রয়োগের মাধ্যমে তার মলত্যাগ করান এবং পেট থেকে সাদা স্কসটেপে মোড়ানো ও জিপার ব্যাগে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, জহির রানা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা এবং বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করে চমক দিলেন ড. জাকির নায়েক
শুক্রবার তারেক রহমানের সাথে বৈঠক করবে ১২দলীয় জোট
শিক্ষা উপকরণ বিতরণে গিনেস বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফর, এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা