ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সাজেক, আটকে পড়েছেন শতাধিক পর্যটক

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইহাট এলাকায় সড়কের নিচু অংশ তলিয়ে গেছে। ফলে পর্যটন শহর সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
পর্যটন নগরী সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে সাজেকে অবস্থানরত কয়েক শতাধিক পর্যটক আটকে পড়েছেন।
বিকল্প ব্যবস্থা হিসেবে বাঁশের ভেলা ও নৌকার মাধ্যমে কিছু পর্যটককে পারাপার করা হচ্ছে। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা সীমিত ফিরে যেতে পারছেন। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসা পর্যটকদের আপাতত সড়কে পানি না সরা পর্যন্ত অবস্থান করতে হচ্ছে সাজেকেই।
(ঢাকাটাইমস/৬ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন