৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করে চমক দিলেন ড. জাকির নায়েক

ইসলামী চিন্তাবিদ ও বিশ্ববিখ্যাত বক্তা ড. জাকির নায়েক আবারও শিরোনামে। তবে এবার ধর্মীয় বক্তব্য নয়, বরং নিজের দুঃসাহসিক অ্যাডভেঞ্চার দিয়ে চমকে দিয়েছেন বিশ্বজুড়ে অনুসারীদের। ইন্দোনেশিয়ার বালিতে ৪৫ তলার সমান উঁচু প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি জাম্পিং করে আলোচনায় উঠে এসেছেন তিনি।
৫৯ বছর বয়সী এই বক্তা সম্প্রতি নিজের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বাঞ্জি জাম্পিংয়ের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, নির্ভীক ভঙ্গিতে বাঞ্জি দড়ি বেঁধে তিনি প্ল্যাটফর্ম থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছেন। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বালি সফরে ড. নায়েক কেবল বাঞ্জি জাম্পিং-ই করেননি, আরও কয়েকটি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। তার মধ্যে রয়েছে ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে এসব ক্রীড়ায় তাকে প্রাণবন্ত ও উচ্ছ্বসিতভাবে অংশ নিতে দেখা যায়।
এর আগেও ২০২৪ সালে আফ্রিকার উগান্ডা সফরের সময় ১৬৫ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্পিং করেছিলেন ড. নায়েক। সে সময়ের ভিডিওটিও ভাইরাল হয়েছিল।
ধর্মীয় অঙ্গনের বাইরে এমন দুঃসাহসিক পদক্ষেপ অনেক অনুসারীকেই বিস্মিত করেছে। কেউ কেউ বলছেন, এটি ড. নায়েকের ব্যক্তিত্বের এক নতুন দিক উন্মোচন করেছে, যেখানে তিনি শরীরচর্চা, মনোবল ও মানসিক শক্তির অনুশীলনকেও গুরুত্ব দেন।
বিশ্লেষকরা মনে করছেন, তার এমন কর্মকাণ্ড প্রমাণ করে—ধর্মীয় ব্যক্তিত্বরা কেবল মসজিদ বা মিম্বারে সীমাবদ্ধ নন, বরং আধুনিক জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রেও তারা সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন।
(ঢাকাটাইমস/৬ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন