নির্বাচন হলে জনগণই বড় প্রহরী হয়ে দাঁড়াবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১২:৫৯| আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৩:৫৪
অ- অ+

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র ও আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে ও গণতন্ত্রে উত্তরণের পথকে সুগম করবে।

জনগণ নির্বাচন চায় বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচন হলে জনগণই আইনশৃঙ্খলা রক্ষার জন্য বড় প্রহরী হয়ে দাঁড়াবে।

আজ বুধবার (৬ আগস্ট) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের মহাসচিব।

জুলাই ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়। গতকাল ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। পরে রাত সাড়ে আটটার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন বলে জানান।

প্রধান উপদেষ্টার নির্বাচনী সময়সীমা ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ প্রক্রিয়ার।

দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তাতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্ভব নয় বলে একটা দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা তাদের নিজস্ব মত। আমরা এবং গোটা জাতি মনে করি, অতিদ্রুত একটা নির্বাচন একমাত্র পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি।

একানব্বই সালে তিন মাসে নির্বাচন হয়েছে স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, তখনও একটা ছাত্র-গণঅভ্যুত্থানের পরে সেই নির্বাচন হয়েছিল। পরবর্তীতে সব নির্বাচন তিন মাসের মধ্যে সম্ভব হয়েছে। এখন আরও বেশি করে সম্ভব, কেননা জনগণ এই নির্বাচন চায়। জনগণই আইনশৃঙ্খলা রক্ষার জন্য বড় প্রহরী হয়ে দাঁড়াবে।

বিএনপি নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী নির্বাচনের জন্য তাদের কার্যক্রম কিংবা তারা কতটা প্রস্তুত এমন এক প্রশ্নে জবাবে বিএনপির মহাসচিব বলেন, আমাদের (নির্বাচনী) প্রক্রিয়া চলছে। আমাদের রাজনৈতিক মূল উদ্দেশ্যই হলো, একটা নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া। সুতরাং, নির্বাচনের যে কার্যক্রম-প্রক্রিয়া, এটা সব সময় আমাদের মধ্যে আছে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করে চমক দিলেন ড. জাকির নায়েক
শুক্রবার তারেক রহমানের সাথে বৈঠক করবে ১২দলীয় জোট
শিক্ষা উপকরণ বিতরণে গিনেস বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফর, এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা