গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ১৯ মামলায় চার্জশিট দিল পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে অদ্যাবধি ১৯টি মামলায় চার্জশিট দাখিল করেছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে রয়েছে ৮টি হত্যা মামলা এবং ১১টি অন্যান্য অভিযোগে দায়েরকৃত মামলা।
বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, চার্জশিট দেওয়া ৮টি হত্যা মামলার মধ্যে শেরপুরে ৩টি, ফেনীতে ১টি, চাঁদপুরে ১টি, কুমিল্লায় ১টি, কুড়িগ্রামে ১টি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এলাকায় দায়ের করা ১টি মামলা অন্তর্ভুক্ত।
অন্যদিকে, অন্যান্য ধারায় দায়ের করা ১১টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর অধীনে একটি করে, চাঁপাইনবাবগঞ্জে ৩টি, সিরাজগঞ্জে ২টি, পাবনায় ১টি, জামালপুরে ১টি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তাধীন ২টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গণ-অভ্যুত্থান চলাকালে দায়ের করা সব মামলার সততা ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা নিবিড় তদারকি করছেন। পাশাপাশি, অন্যান্য মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

মন্তব্য করুন