সবুজবাগে হেরোইনসহ ১১ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৫, ১৮:২৫
অ- অ+

রাজধানীর সবুজবাগ থেকে হেরোইনসহ ১১টি মাদক মামলার আসামি সাদ্দামকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে বাসাবো এলাকা অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ।

এদিন বিকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকালে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, বাসাবো এলাকার নাভানা সিলভার ডেল এর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশী করে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাদ্দাম একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় নয়টি ও সবুজবাগ থানায় দুইটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুহূর্তেই পদ্মায় বিলীন দোতলা মসজিদ, ঝুঁকিতে ৬০০ পরিবার ও ২০০ ব্যবসাপ্রতিষ্ঠান
গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ১৯ মামলায় চার্জশিট দিল পুলিশ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর জেলা বিএনপির বিজয় র‌্যালি
আ.লীগ কর্মীদের সশস্ত্র প্রশিক্ষণ, ডিবি হেফাজতে নেওয়া হয়েছে মেজর সাদিকের স্ত্রীকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা