এনআরবি ব্যাংকের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এনআরবি ব্যাংক তাদের কার্যক্রমের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ গত ৪ আগস্ট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং পরিচালকদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
এ সময় চেয়ারম্যান ব্যাংকের সব গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রণকারী সংস্থাসহ সব কর্মকর্তাকে দীর্ঘ সময় ব্যাংকের পাশে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সবার উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী তিন বছরের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরিত করে তা বাস্তবায়ন করব।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অডিট কমিটির চেয়ারম্যান এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম, স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, এস কে মতিউর রহমান এবং অধ্যাপক শরিফ নরুল আহকামসহ উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও সিনিয়র ম্যানেজমেন্ট কমিটি ও শাখা ব্যবস্থাপকারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৬আগস্ট/মোআ)

মন্তব্য করুন