তাহসানের স্ত্রী রোজার ‘বার্বি ডল’ লুক ভাইরাল

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ০৯:৪১
অ- অ+

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের স্ত্রী, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নতুন ফটোশুট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। হালকা গোলাপি গাউনে সাজে তিনি মুগ্ধ করেছেন ভক্তদের, অনেকেই তাকে ‘বার্বি ডলআখ্যা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রে নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেন রোজা এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন। মাঝে মাঝে দেশে ফিরে ভক্তদের চমকে দেন এবং ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন সামাজিক মাধ্যমে। চলতি বছর তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই তিনি আলোচনায় আছেন।

রবিবার ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন রোজা। প্রাকৃতিক লুকে হলেও তার সাজ ও স্টাইল নজর কাড়ে সবার। ছবিতে দেখা যায়, হালকা গোলাপি গাউন পরে সাগরপাড়ে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘পিংক পারফেকশন বাই দ্য মারিনা।

ছবি দেখে অনেকে মন্তব্য করেছেন, “যেন সাক্ষাৎ বার্বি ডল। কেউ লিখেছেন, “একদম সিন্ড্রেলার মতো লাগছে। উল্লেখ্য, বার্বি ও সিন্ড্রেলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্রগুলোর মধ্যে অন্যতম।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চানখাঁরপুলে ৬ হত্যাকাণ্ড: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ সাক্ষ্য গ্রহণ শুরু
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
‘ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কিনা’: এনসিপি নেতার কথোপকথন ফাঁস
সরকারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা