তাহসানের স্ত্রী রোজার ‘বার্বি ডল’ লুক ভাইরাল

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের স্ত্রী, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের নতুন ফটোশুট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। হালকা গোলাপি গাউনে সাজে তিনি মুগ্ধ করেছেন ভক্তদের, অনেকেই তাকে ‘বার্বি ডল’ আখ্যা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেন রোজা এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন। মাঝে মাঝে দেশে ফিরে ভক্তদের চমকে দেন এবং ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন সামাজিক মাধ্যমে। চলতি বছর তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই তিনি আলোচনায় আছেন।
রবিবার ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন রোজা। প্রাকৃতিক লুকে হলেও তার সাজ ও স্টাইল নজর কাড়ে সবার। ছবিতে দেখা যায়, হালকা গোলাপি গাউন পরে সাগরপাড়ে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘পিংক পারফেকশন বাই দ্য মারিনা।’
ছবি দেখে অনেকে মন্তব্য করেছেন, “যেন সাক্ষাৎ বার্বি ডল”। কেউ লিখেছেন, “একদম সিন্ড্রেলার মতো লাগছে”। উল্লেখ্য, বার্বি ও সিন্ড্রেলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্রগুলোর মধ্যে অন্যতম।
(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন