ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, ১১:৩১| আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:৪৮
অ- অ+

অস্ট্রেলিয়া সরকার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। সোমবার (১১ আগস্ট) সকালে সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য এজ প্রথম এই খবর জানায়, পরে অস্ট্রেলিয়ার অন্যান্য সংবাদমাধ্যমও তথ্যটি নিশ্চিত করে।

ফিলিস্তিনে চলমান মানবিক সংকটের মধ্যে এ সিদ্ধান্ত আসে, যা গাজায় সংকটের প্রেক্ষিতে অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশের ফিলিস্তিন স্বীকৃতির উদ্যোগের ধারাবাহিকতা। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘লজ্জাজনক’ আখ্যায়িত করলেও, অস্ট্রেলিয়ার আলবানিজ সরকার ফিলিস্তিন স্বীকৃতি প্রদানের পরিকল্পনায় অটল রয়েছে।

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তবে সোমবার ক্যানবেরার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশের পর অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানে সক্রিয়ভাবে চিন্তা করছে। তিনি বলেন, এটি একটি সার্বভৌম সিদ্ধান্ত, যার জন্য মার্কিন প্রেসিডেন্টের অনুমোদনের প্রয়োজন নেই।

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, স্বীকৃতির সঙ্গে কিছু শর্ত থাকবে। সেগুলো হলো— ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, হামাসকে গাজা থেকে সরানো এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য নতুন দিগন্ত খুলতে পারে।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনাবাহিনী নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে 'প্লট দুর্নীতি' মামলার সাক্ষ্যগ্রহণ চলছে
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী শমী কায়সার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা