গাজায় আল জাজিরার ৫ সাংবাদিককে হত্যা করল ইসরায়েল

গাজায় আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরীফসহ পাঁচ সাংবাদিককে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গাজার আল শিফা হাসপাতালের প্রধান গেটে এ হামলায় মোট সাতজন নিহত হন। খবর আল জাজিরার।
নিহত সাংবাদিকরা হলেন— আল জাজিরার প্রতিনিধি আনাস আল-শরীফ (২৮), সাংবাদিক মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা পারসন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল এবং মোয়ামেন আলিয়া। তারা গাজায় একটি তাবুতে অবস্থান করছিলেন, সেখানেই ইসরায়েলি বাহিনী হামলা চালায়।
হামলার আগে আল-শরীফ তার এক্স পোস্টে জানান, গাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েল তীব্র বোমা হামলা শুরু করেছে, যা ‘ফায়ার বেল্ট’ নামে পরিচিত। তার প্রকাশিত ভিডিওতে হামলার শব্দ ও কমলা আভায় আকাশ আলোকিত হওয়ার দৃশ্য দেখা যায়।
এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একে ‘সংবাদপত্রের স্বাধীনতার ওপর প্রকাশ্য ও পরিকল্পিত আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, গাজার অন্যতম সাহসী সাংবাদিক আনাস আল-শরীফ ও তার সহকর্মীদের হত্যা গাজা দখল ও দমন করার পরিকল্পনা ফাঁস করে দিতে পারত এমন কণ্ঠগুলোকে চিরতরে স্তব্ধ করার প্রচেষ্টা।
আল জাজিরা আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি চলমান গণহত্যা বন্ধ এবং সাংবাদিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আল-শরীফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিচ্ছিলেন এবং তাদের কাছে এর ‘সুনির্দিষ্ট প্রমাণ’ রয়েছে। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেছেন, আল-শরীফের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। তার ভাষায়, “সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়ানোই ছিল তার প্রতিদিনের রুটিন।”
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ২০০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল জাজিরার কয়েকজন সাংবাদিক ও তাদের স্বজনও রয়েছেন।
(ঢাকাটাইমস/১১ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন