রাশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ১০:১৯| আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২:০৯
অ- অ+

রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, শনিবার দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। খবর রয়টার্সের।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এর আগে গত ৩০ জুলাই রাশিয়ায় আঘাত হানে স্মরণকালের অন্যতম শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। ওই ঘটনায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা। সে সময় রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপকূলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়।

উল্লেখ্য, কুরিল দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে প্রায়ই মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প ঘটে থাকে।

(ঢাকাটাইমস/১০ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ
শপিং মলে ধাক্কা দিয়ে টাকা ও স্বর্ণ চুরি, নারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার
তারেক রহমানকে যুবদলের সম্মাননা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা