জুলাই হত্যা মামলার প্রথম ফাইনাল রিপোর্টে নারাজির শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, ০১:২০
অ- অ+

জুলাই মাসের সহিংসতায় দায়ের হওয়া হত্যা মামলাগুলোর মধ্যে প্রথম ফাইনাল রিপোর্টের (চূড়ান্ত প্রতিবেদন) ওপর নারাজির শুনানি হতে পারে আজ রবিবার (১০ আগস্ট)। ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে এই শুনানি ধার্য রয়েছে।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গুলিতে নিহত হন শিক্ষার্থী আব্দুল্লাহ আল আবির। অভিযোগপত্রে বলা হয়, গুলশান এলাকার আওয়ামী লীগ নেতা ও বিতর্কিত ব্যবসায়ী তানভীর আলীর নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হামলা চালান।

নিহতের বন্ধু হাসান মাহমুদ ১৮ আগস্ট আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে গুলশান থানা ২০ আগস্ট এজাহার রুজু করে। তাতে তানভীর আলী, বাবুলসহ ১০ জনের নাম এবং আরও ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাত আসামির নাম উল্লেখ করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিমুল, গুলশান থানা ছাত্রলীগের নেতা আনিসুর রহমান সুজন, মানিক, সোহাগ, শ্রমিক লীগের মহসিন ওরফে কাঁকড়া মহসীন, যুবলীগের জামিল হোসেন ও শহিদুল ইসলাম এবং ওলামালীগের সহসভাপতি আব্দুল হামিদ।

তদন্তের দায়িত্ব পান গুলশান থানার তৎকালীন উপপরিদর্শক (নিরস্ত্র) রোমেন মিয়া, যিনি বর্তমানে সুনামগঞ্জের ছাতক থানায় কর্মরত। মাত্র ৬০ দিনের তদন্ত শেষে গত বছরের ২২ অক্টোবর তিনি আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। এতে সব আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার বাদী ও সাক্ষীদের খুঁজে পাওয়া যায়নি, মামলাটি ‘তথ্যগত ভুল’, আর আসামিদের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি।

প্রধান আসামি তানভীর আলীকে প্রতিবেদনে কানাডার নাগরিক হিসেবে দেখানো হয় এবং তার পাসপোর্টের ফটোকপি আদালতে জমা দেওয়া হয়। তবে তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের তথ্য সেখানে উল্লেখ করা হয়নি।

ঢাকার ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুল হক দিদার পুলিশের এই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। তার অভিযোগ, ‘তদন্তকারী কর্মকর্তা মনগড়া ও আসামিদের প্রভাবে ফাইনাল রিপোর্ট দিয়েছেন। বাদী বা সাক্ষীদের জবানবন্দি নেওয়া হয়নি, অথচ পর্যাপ্ত সাক্ষ্য–প্রমাণ ছিল। মাত্র ৬০ দিনের মাথায় গোপনে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে, রাষ্ট্রপক্ষকে কিছু জানানো হয়নি।’

গত ১৩ জুলাই নারাজি আবেদন দাখিল করলে আদালত তা গ্রহণ করে শুনানির দিন ধার্য করেন। আজ ওই শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধান আসামি তানভীর আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আলাদা তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। জুলাই আন্দোলনে রামপুরায় গুলিবিদ্ধ নাহিদ হাসান এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন এবং ইতোমধ্যে তদন্ত সংস্থার কাছে জবানবন্দি দিয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউ মার্কেটে সেনা অভিযানে ১১শ’ সামুরাইসহ বিপুল ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তফশিলের দুই মাস আগে তারিখ ঘোষণা: সিইসি
উপদেষ্টাদের বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন: মন্ত্রিপরিষদ সচিব
সোমবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৫ সমঝোতা স্মারক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা