কুয়াকাটার সমুদ্রে জালে ধরা পড়ল ২০ কেজি ওজনের বিরল বাদুড় মাছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১৫:২৭
অ- অ+

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির ‘বাদুড় মাছ। শুক্রবার বিকেলে মহিপুরের একটি মৎস্য আড়তে বিক্রির জন্য আনা হলে এটি দেখতে ভিড় জমান উৎসুক মানুষ। পরে স্থানীয় ব্যবসায়ী মো. সরোয়ার হোসেন মাছটি কিনে নেন।

জেলে মো. আবু হানিফ জানান, পাঁচ দিন আগে ইলিশ শিকারের উদ্দেশ্যে সাগরে গেলে চরবিজয়সংলগ্ন এলাকায় জালে মাছটি ধরা পড়ে। এ সময় প্রচুর ইলিশও জালে ওঠে। মাছটির দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় এক ফুট করে, লেজ প্রায় দুই ফুট লম্বা এবং গঠন পুরু। এলাকায় এ ধরনের মাছের তেমন চাহিদা না থাকায় ২৫০ টাকা কেজি দরে মোট পাঁচ হাজার টাকায় সরোয়ার হোসেনের কাছে বিক্রি করেন তিনি।

ক্রেতা সরোয়ার হোসেন জানান, মাছটি ঢাকার বাজারে নিয়ে বিক্রি করা হবে। আড়তে বিরল আকৃতির মাছটি দেখতে জড়ো হয় অনেকে।

সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা জানান, মাছটি সামুদ্রিক ‘রে গোত্রীয়। এর বৈজ্ঞানিক নাম ‘লম্বা লেজী পাপড়ি মাছ (Rhinoptera Javanica)। ইংরেজিতে এটিকে ব্যাট রে (Bat Ray) বা ঈগল রে (Eagle Ray) বলা হয়।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা ও সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞ মো. কামরুল ইসলাম বলেন, এই প্রজাতির মাছ সাধারণত ইন্দো-প্যাসিফিক ও ফিলিপাইন সাগরে বিচরণ করে। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরেও পাওয়া যায়। সাদা পেট, কালো বা বাদামি পিঠ, লম্বা পাতলা লেজ, প্রসারিত মাথা এবং বাদুড়ের ডানার মতো দুটি পাখনাএগুলিই এদের প্রধান বৈশিষ্ট্য। স্ত্রী প্রজাতি ৬ ফুট পর্যন্ত লম্বা ও ৯০ কেজি পর্যন্ত ওজনের হতে পারে, পুরুষ তুলনামূলক ছোট।

ব্যাট রে (Bat Ray) বা ঈগল রে (Eagle Ray) ১৮০ মিটার গভীরতা থেকে উপসাগর ও বালুময় সমুদ্র তটরেখার অগভীর জলে পাথুরে, সমতল বালুকাময়, কর্দমাক্ত সমুদ্রতল পছন্দ করে। খাদ্য হিসেবে এরা বালুকাময় সমুদ্রতলে মলাস্ক, ক্রাস্টেসিয়ান ও ছোট মাছ শিকার করে বেঁচে থাকে। ব্যাট রে বা ঈগল রে হাঙর গোত্রীয় হওয়ায় এবং এদের পিঠের চামড়া মোটা হওয়ায় খাবার হিসেবে খুব একটা সুস্বাদু নয়।

(ঢাকাটাইমস/৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীনতার বিপক্ষে থাকলেও অস্বীকার করতে দেখিনি: সালাউদ্দিন আহমেদ 
বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসার মেয়াদ বাড়াল ভারত
অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
কর্মসংস্থান ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা