তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠাই নয়, জনগণের ভোটাধিকার, স্বাস্থ্যসেবা, খাদ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, দেশের চিকিৎসকরা উপমহাদেশের সেরা হলেও ত্রুটিপূর্ণ সিস্টেম এবং পারস্পরিক হিসাব-নিকাশের সংস্কৃতি স্বাস্থ্য খাতকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে।
স্লোগান নির্ভর রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।”
জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
(ঢাকাটাইমস/৯ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন