দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এনইউএসডিএফ-এর চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১৩:০৯| আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৩:৫২
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনইউএসডিএফ)-এর মধ্যে দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার রাজধানীর নগর কার্যালয়ে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

জানা গেছে, এই সমঝোতা স্মারক জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে। চুক্তি অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস, ওয়েব উন্নয়ন, তথ্যবিজ্ঞান, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যৌথভাবে প্রশিক্ষণ, কর্মশালা এবং শিল্পখাতের সঙ্গে সংযোগমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের হার বহুগুণে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাশেম এবং এনইউএসডিএফ সভাপতি রিয়াজ হোসাইন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

(ঢাকাটাইমস/৯আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাপার কাউন্সিল: চেয়ারম্যান ব্যারিস্টার আনিস, মহাসচিব রুহুল আমিন হাওলাদার
গুলশানে ৩৯০ বোতল বিদেশি মদ ও গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার
নির্বাচনের সময় ঘনিয়ে আসলে  আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি
কুয়াকাটার সমুদ্রে জালে ধরা পড়ল ২০ কেজি ওজনের বিরল বাদুড় মাছ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা