সারাদেশে ১২ আগস্ট থেকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১৪:৪৩| আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৪:৪৫
অ- অ+

সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ৬টা থেকে ১৫ আগস্ট (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এ সময় বাস ও ট্রাকসহ সব ধরনের পরিবহন চলাচল বন্ধ থাকবে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে যশোরে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক সভা শেষে ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।

পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত সড়ক পরিবহন আইন-২০১৮ একতরফাভাবে শ্রমিক ও মালিকদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে। বিশেষ করে আইনের ৯৮ ও ১০৫ ধারাসহ কিছু ধারা শ্রমিকদের জন্য অত্যন্ত অন্যায্য ও শাস্তিমূলক। দীর্ঘদিন ধরে সংশোধনের দাবি জানানো হলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করে সংগঠনটি।

ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে:

সড়ক পরিবহন আইন-২০১৮-এর সংশোধন

বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছরে উন্নীত করা

ফিটনেসের ভিত্তিতে পুরাতন গাড়ির চলাচল নিশ্চিত করা

দ্বিগুণ অগ্রিম আয়কর প্রত্যাহার

রিকন্ডিশন বাণিজ্যিক যানবাহন আমদানির মেয়াদ ১২ বছরে উন্নীত করা

দুর্ঘটনায় আটক গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় হস্তান্তরের ব্যবস্থা

মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন

মহাসড়কে তিন চাকার যানবাহনের জন্য পৃথক লেন চালু ও ড্রাইভিং লাইসেন্স দ্রুত সরবরাহের ব্যবস্থা

নেতারা বলেন, সরকারের মূল লক্ষ্য যদি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ হয়, তবে যানবাহনের বয়স নয়, বরং ফিটনেস ও দূষণ পরীক্ষার ভিত্তিতে গাড়ির উপযোগিতা নির্ধারণ করা উচিত। কারণ, পুরাতন গাড়িও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে পরিবেশবান্ধবভাবে চলতে পারে। এ সময় পুরোনো গাড়ি নিয়ে পরিচালিত অভিযান স্থগিতের দাবি জানানো হয়।

এ ছাড়া বাজেটে প্রস্তাবিত দ্বিগুণ অগ্রিম আয়করকে বাস্তবতাবিবর্জিত ও ছোট-মাঝারি মালিকদের জন্য চাপ সৃষ্টিকারী উল্লেখ করে নেতারা বলেন, অনেক গাড়ি ব্যাংক বা লিজিং প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত থাকায় প্রকৃত মালিকরা আয়কর সমন্বয়ের সুযোগ পান না, যা বৈষম্যমূলক।

পরিষদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

(ঢাকাটাইমস/৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
কর্মসংস্থান ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নারায়ণগঞ্জে ৫১ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ
একটি দল ক্ষমতায় আসবে, এ ধারণা সুষ্ঠু নির্বাচনের জন‍্য বিপজ্জনক: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা