কর্মসংস্থান ব্যাংকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১৮:২১
অ- অ+

কর্মসংস্থান ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে অফিসার/সহকারী অফিসার/ডাটা এন্ট্রি অপারেটরদের “বুনিয়াদি প্রশিক্ষণ”কোর্সের উদ্বোধন হয়েছে। শনিবার প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন। এ সময় আরো উপস্থিত ছিলেন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও উপমহাব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণলব্ধ জ্ঞান যথাযথ প্রয়োগের আহবান জানান। এছাড়া তিনি কর্মস্থলে উহার প্রয়োগের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্য বাস্তবায়নের পরামর্শ প্রদান করেন। এ সময় তিনি ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে উত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরণের পরামর্শ প্রদান করেন। উন্নত সেবা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংককে সেবাবন্ধব ও টেকসই ব্যাংক হিসেবে সামনে এগিয়ে নেওয়ার আহবান জানান।

ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী মহাব্যবস্থাপক মো: শফিউল আলম খান অনুষ্ঠান সঞ্চালনা করেন। উল্লেখ্য, ব্যাংকের বিভিন্ন শাখার অফিসার/সহকারী অফিসার/ডাটা এন্ট্রি অপারেটরসহ মোট ৪০ জন এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন
মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ
কুয়ালালামপুর বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক
স্বাধীনতার বিপক্ষে থাকলেও অস্বীকার করতে দেখিনি: সালাউদ্দিন আহমেদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা