বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসার মেয়াদ বাড়াল ভারত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১৯:০২
অ- অ+

বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জানা গেছে, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতিবছর গড়ে প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিসানীতির জটিলতার কারণে এক বছরের বেশি সময় ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন ভারতীয় ব্যবসায়ীরা।

ভিসা জটিলতার প্রভাবে কলকাতার নিউমার্কেট, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরসহ বিভিন্ন শহরের হাসপাতাল, হোটেল, পরিবহন, খুচরা ব্যবসা এবং মুদ্রা বিনিময় খাত বড় ধাক্কা খায়। অনেক হাসপাতাল কর্তৃপক্ষ ও ব্যবসায়ী রুটি-রুজি হারিয়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হন।

নতুন সিদ্ধান্তে ভিসানীতি সহজ হওয়ায় বাংলাদেশি পর্যটক ও রোগীর সংখ্যা আবারও বাড়বে বলে আশা করছেন ভারতীয় ব্যবসায়ীরা। হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি হোটেল, পোশাক, খাদ্যপণ্য ও পরিবহন ব্যবসায়ীরাও মনে করছেন, এতে তাদের আগের সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।

ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে ধর্ম, রাজনীতি ও বিরোধ বাদ দিয়ে মৈত্রী সম্পর্ক অটুট রাখার আহ্বান জানিয়েছেন। তারা চান, বাংলাদেশ ও ভারত পরস্পরের পরিপূরক হয়ে উঠুক।

(ঢাকাটাইমস/৯আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন
মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ
কুয়ালালামপুর বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক
স্বাধীনতার বিপক্ষে থাকলেও অস্বীকার করতে দেখিনি: সালাউদ্দিন আহমেদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা