মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. নাজমুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ১০:২২| আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১২:৩৩
অ- অ+

তরুণ শিক্ষাবিদ ড. মো. নাজমুল ইসলামকে মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মাত্র ৩৩ বছর বয়সে তার এই দায়িত্ব পাওয়া দেশের ইতিহাসে এক অনন্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ২৭ জুলাই ড. নাজমুল ইসলামকে মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠান থেকে সম্পর্ক ছিন্ন করে পরবর্তী দুই বছর মেয়াদে এই পদে দায়িত্ব পালন করবেন। এরপর ৩ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আবুল হাসান মৃধার স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করে মালেতে হাইকমিশনার হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়।

ড. নাজমুল ইসলাম নোয়াখালীর বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র এবং ২০১৪ সালে স্নাতকোত্তর শেষ করেন। পরবর্তীতে তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে আঙ্কারা ইলদিরিম বেয়াজিত বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন এবং সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন।

তুরস্কে অধ্যাপনার পাশাপাশি তিনি দেশটির পার্লামেন্টে ফরেন রিলেশনস অ্যান্ড প্রটোকল ডিপার্টমেন্টে বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ কারণে শতবর্ষের ইতিহাসে তিনি প্রথম বিদেশি হিসেবে এই সম্মান অর্জন করেন।

ড. নাজমুল ইসলাম ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের সাউথ এশিয়া বিভাগে গেস্ট লেকচারার হিসেবে অধ্যাপনা করছেন।

তিনি জাতিসংঘ, ওআইসি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দেশের সংখ্যালঘু সমস্যার সমাধানে তার কূটনৈতিক ও একাডেমিক ভূমিকা প্রশংসনীয়।

ড. নাজমুল ইসলামের এই নিয়োগকে বাংলাদেশের কূটনীতিতে নতুন দিগন্ত হিসেবে অভিহিত করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল
দক্ষতা উন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এনইউএসডিএফ-এর চুক্তি
মহাখালী ফ্লাইওভারে ডিভাইডারের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামির দোষ স্বীকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা