হোটেল রুমের ভিডিও দিয়ে হিরো আলম বললেন, রিয়ামনি-ম্যাক্স অভি আবারও কট খাইছে!

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ফের আলোচনায়। গত মাসে আত্মহত্যার চেষ্টা ও স্ত্রীর নামে মামলা করার পর এবার নতুন করে স্ত্রী রিয়ামনিকে ঘিরে বিতর্কে জড়ালেন তিনি।
বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক পোস্টে হিরো আলম দাবি করেন, তার স্ত্রী রিয়ামনি কক্সবাজারে কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে হোটেলে রাত কাটাচ্ছেন। পোস্টে রিয়ামনি ও অভির দুটি ছবি এবং একটি হোটেল রুমের ভিডিওও শেয়ার করেন তিনি। সেই ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, ‘রিয়ামনি-ম্যাক্স অভি আবারও কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’
আরেকটি পোস্টে তিনি আরও লেখেন, ‘রিয়ামনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’
এর আগে, হিরো আলমের বাবা মারা যাওয়ার পর থেকেই তার সঙ্গে স্ত্রী রিয়ামনির টানাপড়েন সামনে আসে। সম্পর্কের জটিলতায় একাধিকবার রিয়ামনির বিরুদ্ধে অভিযোগ করেছেন আলম, এমনকি থানায় মামলাও করেন। ওই মামলায় রিয়ামনি গ্রেফতার হলেও পরদিন জামিনে মুক্তি পান।

মন্তব্য করুন