'সাহাবুদ্দীনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ড. ইউনূসের': ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ১৪:৫১| আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৫:১৪
অ- অ+

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যদি আগামীতে ড. ইউনূস সাহাবুদ্দীনের আমলের চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারেন, তবে সেই ব্যর্থতা ড. ইউনূসের ওপরই আসবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একটি গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

'জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের প্রত্যাশা' শীর্ষক এই আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক আরও বলেন, নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট, তবে তারিখ ঘোষণা হলে তিনি আরও খুশি হবেন।

নির্বাচনে 'অতীতের কলঙ্কিত' কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে জয়নুল আবদিন ফারুক স্বরাষ্ট্র উপদেষ্টার লটারির মাধ্যমে এসপি এবং ওসি বদলির প্রস্তাবের সমালোচনা করে বলেন, যারা '১৪, ’১৮ এবং ’২৪ সালের নির্বাচনে জড়িত ছিলেন', সেই পুলিশ কর্মকর্তাদের নাম যেন লটারিতে না থাকে।

তিনি বলেন, 'যাদের কারণে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কলঙ্ক সৃষ্টি হয়েছে, সেই অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দায়িত্ব না পান।'

তিনি আরও প্রশ্ন তোলেন, যারা হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, সেই কর্মকর্তারা এখনো পুলিশে আছেন কি না।

বক্তব্যে ফারুক তার ব্যক্তিগত জীবনের একটি মর্মান্তিক স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, ২০০৮ সালে কারাগারে থাকাকালীন তার মা মারা যান, কিন্তু প্যারোলে মুক্তি না পাওয়ায় তিনি তার মায়ের মুখ শেষবারের মতো দেখতে পারেননি। তিনি তার প্রয়াত বন্ধু শাহজাহান সিরাজের একটি উক্তি স্মরণ করে বলেন, 'রাজনীতিতে টিকে থাকতে হলে অনেক কিছু হারাতে হয় এবং সবকিছু ভুলে যেতে হয়।'

তিনি শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার পুরোনো একটি মন্তব্যও তুলে ধরেন, যেখানে তিনি বলেছিলেন, শেখ মুজিব যুদ্ধ দেখেননি, বুদ্ধিজীবী হত্যার কান্নাও দেখেননি। তাই তার উচিত ছিল জ্ঞানী ও গুণীজনদের দিয়ে দেশ পরিচালনা করা।

'রাজনীতি ব্যক্তিগত সম্পদ নয়, জনগণের' এমন মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশের সৎ রাজনীতির প্রচলন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া হচ্ছেন 'আপসহীন নেতৃত্ব'।

তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যদি তিনি দেশে গণতন্ত্রকে ধ্বংস না করতেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট না করতেন এবং বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা না দিতেন, তবে হয়তো আজ তাকে পালিয়ে যেতে হতো না।

তিনি বলেন, 'রাজনীতি আপনার ব্যক্তিগত সম্পদ নয়, রাজনীতি হলো জনগণের রাজনীতি।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

(ঢাকাটাইমস/৭আগস্ট/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণ-অভ্যুত্থানে নিহত ৬ মরদেহ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর, জুরাইন কবরস্থানে দাফন
নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি গঠনে অছাত্র ও বিতর্কিতদের দৌড়ঝাঁপ, নেতৃত্বে ত্যাগীরা কোণঠাসা
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা
রেকর্ড হারে কমলো জাপানের জনসংখ্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা