আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় অভিযোগ গঠনের শুনানি আজ

ছাত্রজনতার আন্দোলনের সময় আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই শুনানি গ্রহণ করছেন।
এর আগে গত ২৮ জুলাই মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়। ধার্য তারিখ অনুযায়ী, আজ সকালে আলোচিত এ মামলার ৮ আসামিকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে পাঁচজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। পরে আহতসহ নিহতদের একটি ভ্যানে তুলে পুলিশের গাড়িতে স্থানান্তর করা হয়। এরপর ওই গাড়ির ভেতরেই তাদের পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে দাখিল করে ১৯ জুন। প্রতিবেদনে বলা হয়, নিহতরা হলেন—সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। অপর একজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচ আগস্টের ওই দিনে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুলিয়ায় ছাত্র আন্দোলনের ওপর পুলিশের দমন-পীড়ন চলে। বিভিন্ন সূত্র মতে, সেদিন গুলিতে নিহত হন অন্তত ৩১ জন। পরদিন আরও ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুরো আন্দোলনকালে—১৮ জুলাই থেকে ৫ আগস্ট—সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে অন্তত ৭৫ জন প্রাণ হারান বলে অভিযোগ রয়েছে। আহত হন আরও হাজারের বেশি মানুষ, যাদের অনেকে এখন পঙ্গু।
এই নারকীয় ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ১ মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধদের দুই পুলিশ সদস্য মিলে একটি ভ্যানে লাশ ফেলে দিচ্ছেন। সর্বশেষ একটি লাশের ওপর ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে পুলিশ সদস্যদের সেই লাশভর্তি ভ্যানে আগুন দিতে দেখা যায়।
ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ডে একটি নির্বাচনী পোস্টার দেখা যায়, যা স্থানীয় ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। এ থেকেই নিশ্চিত হওয়া যায়, ঘটনাস্থল আশুলিয়া থানার আশপাশেই। পরবর্তীতে পুলিশ লাশগুলো থানার সামনে এনে জ্বালিয়ে দেয় বলে তদন্তে উঠে এসেছে।
এই ঘটনায় গত ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি অভিযোগ দায়ের করা হয়। উভয় অভিযোগ একত্রিত করে একটি মামলা করা হয়েছে। আজকের শুনানিতে অভিযোগ গঠনের বিষয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/৭ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন