ডেমরায় সাড়ে ৪৬ কেজি গাঁজা ও নগদ অর্থসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৯| আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৩:৫৪
অ- অ+

রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪৫ কেজি গাঁজা এবং নগদ ২ লাখ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত নারীর নাম শিল্পী আক্তার।

বৃহস্পতিবার সকালে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে ডেমরা থানাধীন বামৈল এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার করা হয় শিল্পী আক্তার (৩৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে। তার স্বামীর নাম শেখ মো. কবির এবং তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সাবিয়া রামপুর এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার হেফাজত থেকে সাড়ে ৪৬ কেজি গাঁজাসহ মাদক বিক্রির নগদ ২ লাখ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত শিল্পী আক্তার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক মামলাও আছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স, ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি
যে মামলায় গ্রেপ্তার হলেন নাজমুল আহসান কলিমুল্লাহ
ঋণ আদায়ে ন্যাশনাল ব্যাংকের সফলতা
এপিইউবি’র নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএসপিইউএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা