বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ০৮:৩৪| আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১১:৪৬
অ- অ+

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়া থেকে তেল আমদানির কারণে শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এই মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

বুধবার (৭ আগস্ট) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৬৮.১২ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বেড়েছে ৪৩ সেন্ট বা ০.৭ শতাংশ, যা দাঁড়িয়েছে ৬৫.৫৯ ডলার প্রতি ব্যারেল।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ান তেলের ক্রেতাদের ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গৌণ শুল্ক আরোপ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটাই বাজারে উত্তেজনা ও চাপের অন্যতম কারণ। আইএনজির পণ্য বিশ্লেষকরা জানিয়েছেন, ভারতের পর চীনও যদি নজরদারির আওতায় আসে, তাহলে রুশ তেল আমদানি নিয়ে বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।

তাদের মতে, ভারত একা রুশ তেল আমদানি বন্ধ করলেও বাজারে সরবরাহ ঘাটতি সামাল দেওয়া সম্ভব হতে পারে। কিন্তু একাধিক দেশ একযোগে রাশিয়ান তেল কেনা বন্ধ করলে তেলের বাজারে বড় ধাক্কা লাগতে পারে।

এর আগে গত মঙ্গলবার টানা চারদিনের দরপতনের ধারাবাহিকতায় উভয় ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমে যায়। এতে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দামে নেমে আসে জ্বালানি তেল। তখন ওপেক প্লাসের পক্ষ থেকে সেপ্টেম্বরে উৎপাদন বাড়ানোর সম্ভাবনাকে মূল কারণ হিসেবে দেখা হয়।

বিশ্ব অর্থনীতিতে চলমান অস্থিরতা এবং ভূরাজনৈতিক টানাপোড়েনে তেলের বাজারে অস্থিরতা আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

(ঢাকাটাইমস/৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধের মধ্যেও গোপন ব্যবস্থায় সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস
ডেমরায় সাড়ে ৪৬ কেজি গাঁজা ও নগদ অর্থসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেজর সাদিকুলের স্ত্রীকে, চাওয়া হবে রিমান্ড
নারায়ণগঞ্জে অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান কোস্ট গার্ডের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা