মোহাম্মদপুরে সেনা অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৪৭| আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:১৩
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য নয়নসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ককটেল বোমা, চাপাতি, সামুরাইসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে মোহাম্মদপুর সেনানিবাস ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস দল এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত চারজন হলেন—মো. হৃদয়, মো. নয়ন, মো. মেহেদী হাসান ও মো. আল-আমিন।

সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকাটাইমসকে জানান, সম্প্রতি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র নিয়ে শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করছে কয়েকজন যুবক। ঘটনার মূল হোতা ছিল নয়ন নামে এক কিশোর গ্যাং সদস্য।

তথ্যপ্রযুক্তির সহায়তায় নয়নের অবস্থান নিশ্চিত করে ভোররাতে অভিযান চালানো হয়— বলেন সেনা কর্মকর্তা।

তিনি আরও জানান, প্রথমে নয়নকে গ্রেপ্তার করা হয়। পরে নয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় একাধিক আস্তানা তল্লাশি করে দুটি ককটেল বোমা, বেশ কয়েকটি চাপাতি, সামুরাই ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় প্রভাব বিস্তার, ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সেনা সূত্র। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য সহযোগীদের ধরতে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। তাদেরকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭ আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধের মধ্যেও গোপন ব্যবস্থায় সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস
ডেমরায় সাড়ে ৪৬ কেজি গাঁজা ও নগদ অর্থসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেজর সাদিকুলের স্ত্রীকে, চাওয়া হবে রিমান্ড
নারায়ণগঞ্জে অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান কোস্ট গার্ডের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা