ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮

ঘানার মধ্যাঞ্চলের আশান্তি অঞ্চলে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির দুই মন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইব্রাহিম মুর্তালা মুহাম্মদ। বুধবার (৬ আগস্ট) সরকারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রাহ ঘটনাটিকে ‘জাতীয় ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে দেশের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা।
ঘানা আর্মড ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া সামরিক হেলিকপ্টারটি ছিল ‘জেড নাইন’ মডেলের। এটি তিনজন ক্রু এবং পাঁচজন যাত্রীসহ স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে রাজধানী আক্রা থেকে ওবুয়াসি শহরের উদ্দেশে যাত্রা করেছিল। হেলিকপ্টারটির যাত্রার উদ্দেশ্য ছিল অবৈধ স্বর্ণখনি (গালামসে) বন্ধে একটি সরকারি অভিযানে অংশ নেওয়া।
উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। উদ্ধারকাজের মাধ্যমে ধ্বংসাবশেষ শনাক্ত করা হলেও দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিহতদের মধ্যে আরও রয়েছেন—ঘানার উপ-জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মুহাম্মদ এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস (এনডিসি)-এর ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সার্পং।
নিহত তিনজন ক্রু সদস্য হলেন:
স্কোয়াড্রন লিডার পিটার বাফেমি আনালা
ফ্লাইং অফিসার মানিন টুম-অ্যাম্পাডু
সার্জেন্ট আর্নেস্ট অ্যাডো মেনসাহ
প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ পেশায় ছিলেন একজন চিকিৎসক। চলতি বছরের জানুয়ারিতে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি যোগাযোগ ও পরিবেশ মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকায় উগ্রবাদী গোষ্ঠীগুলোর হুমকি মোকাবিলায় তিনি ঘানার নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।
পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুর্তালা মুহাম্মদ ছিলেন অবৈধ স্বর্ণখনি বিরোধী অভিযানের প্রধান নেতৃত্বে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি ও গালামসে রোধে তার ভূমিকা ছিল অগ্রগামী। সম্প্রতি তিনি নাইরোবিতে অনুষ্ঠিত আফ্রিকান পরিবেশ বিষয়কমন্ত্রী সম্মেলনের সদস্য নির্বাচিত হন এবং জাতিসংঘ আয়োজিত প্লাস্টিক দূষণবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার।
জাতিসংঘ পরিবেশ সংস্থার নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসন এক শোকবার্তায় ইব্রাহিম মুর্তালাকে একজন ‘অঙ্গীকারবদ্ধ পরিবেশবাদী’ এবং ‘আন্তর্জাতিকভাবে সম্মানিত নেতা’ হিসেবে অভিহিত করেছেন।
দুর্ঘটনার ঘটনায় ঘানাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত কমিটি গঠনের পাশাপাশি দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/৭ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন