সচিবালয়ে আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৩১| আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬
অ- অ+

সচিবালয়ে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলন কক্ষটি সচিবালয়ের নবনির্মিত ২০ তলা ভবনের ১ নম্বর ভবনে অবস্থিত।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে তিনি সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি পৃথক বৈঠকও করতে পারেন, যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামানের স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে। সেখানে সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার আগে ১ ও ২ নম্বর গেট ব্যবহার করে কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ২০তলা নবনির্মিত ভবনের (১ নম্বর ভবন) মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন দপ্তরের কর্মকর্তাদের অবশ্যই সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে:

উপদেষ্টা ও সচিবদের গাড়ি ভবনের সামনের রাস্তা, বেজমেন্ট পার্কিং বা আশপাশের এলাকায় পার্ক করা যাবে না।

সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা, সিনিয়র সচিব/সচিব ও আমন্ত্রিত কর্মকর্তারা ৫ নম্বর গেট দিয়ে নির্ধারিত নিরাপত্তা পাসসহ সকাল ১০টার আগেই সম্মেলন কক্ষে প্রবেশ করবেন।

গাড়ি শুধু ভবনের সামনে যাত্রী নামিয়ে দিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের নির্ধারিত পার্কিং স্থানে চলে যাবে।

সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

প্রধান উপদেষ্টা সচিবালয়ে অবস্থানকালে ১ নম্বর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে বলা হয়েছে।

উপদেষ্টা, সিনিয়র সচিব/সচিবদের সঙ্গে থাকা গানম্যানদের সচিবালয়ে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে।

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠককে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৭ আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধের মধ্যেও গোপন ব্যবস্থায় সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস
ডেমরায় সাড়ে ৪৬ কেজি গাঁজা ও নগদ অর্থসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেজর সাদিকুলের স্ত্রীকে, চাওয়া হবে রিমান্ড
নারায়ণগঞ্জে অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান কোস্ট গার্ডের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা