মার্কিন সেনাঘাঁটিতে বন্দুক হামলায় আহত ৫, লকডাউন জারি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ১০:১৬| আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:২০
অ- অ+

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে বন্দুক হামলার ঘটনায় অন্তত পাঁচজন সেনা সদস্য আহত হয়েছেন। হামলার পরপরই সাময়িকভাবে ঘাঁটি ও এর আশপাশের এলাকাগুলো লকডাউন করা হয়।

আল জাজিরার বরাতে জানা গেছে, বুধবার (৬ আগস্ট) সকালে সেনাঘাঁটির আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় এক বন্দুকধারী হামলা চালায়। স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১১টা ০৪ মিনিটে পুরো ঘাঁটি লকডাউন করে দেওয়া হয় এবং ১১টা ৩৫ মিনিটে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে সামরিক পুলিশ।

আহত পাঁচ সেনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনার পর ফোর্ট স্টুয়ার্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বর্তমানে কমিউনিটির জন্য কোনো হুমকি নেই। হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন।

লিবার্টি কাউন্টি স্কুল সিস্টেম জানায়, লকডাউন প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। সতর্কতার অংশ হিসেবে সেনাঘাঁটির বাইরের তিনটি স্কুলেও সাময়িক লকডাউন জারি করা হয়।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প এক বিবৃতিতে বলেন, “আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের ও তাদের পরিবারের প্রতি আমাদের প্রার্থনা রইল।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অবহিত হয়েছেন এবং ঘটনার সবশেষ আপডেট পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটি যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় ঘাঁটি। এখানে মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবার বাস করে।

(ঢাকাটাইমস/৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধের মধ্যেও গোপন ব্যবস্থায় সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস
ডেমরায় সাড়ে ৪৬ কেজি গাঁজা ও নগদ অর্থসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেজর সাদিকুলের স্ত্রীকে, চাওয়া হবে রিমান্ড
নারায়ণগঞ্জে অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান কোস্ট গার্ডের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা