নারায়ণগঞ্জে অসুস্থ লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান কোস্ট গার্ডের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ১০:৫১| আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৭
অ- অ+

নারায়ণগঞ্জে লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার এক মুমূর্ষু ব্যক্তি উন্নত চিকিৎসার জন্য লঞ্চযোগে ভোলার ইলিশা ঘাট হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি সন্ধ্যা ৭ টায় মুন্সিগঞ্জ সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেন সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যাওয়ায় উক্ত ব্যক্তির জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ লঞ্চে থাকা তার নিকটাত্মীয় কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিকেল টিম অতি দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোটযোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম রোগীকে অক্সিজেন প্রদান করে এবং হাই স্পিড বোটযোগে সদরঘাটে নিয়ে আসে।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রোগীকে সিভিল অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকার আজগর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার
ফলের বাজারে আগুন, সিন্ডিকেটের কারসাজিতে ভোক্তারা বিপাকে
যুদ্ধের মধ্যেও গোপন ব্যবস্থায় সরকারি কর্মচারীদের বেতন দিচ্ছে হামাস
ডেমরায় সাড়ে ৪৬ কেজি গাঁজা ও নগদ অর্থসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা