প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ১২:৫৫| আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৪:০৭
অ- অ+

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

ডিবিযুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে দুদকে মামলা থাকায় তাকে গ্রেপ্তারের জন্য দুদক আমাদেরকে অধিযাচনপত্র দিয়েছিল। এরই প্রেক্ষিতে এদিন মোহাম্মদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করি।

গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে বলে জানান ডিবিযুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

সম্প্রতি বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাজমুল আহসান কলিমউল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)

মামলার অপর আসামিরা হলেনবিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশেষ উন্নয়ন প্রকল্পের তৎকালীন প্রকল্প পরিচালক একেএম নূর-উন-নবী, প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী প্রকৌশলী দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, দুই ঠিকাদার মো. . সালাম বাচ্চু এবং এমএম হাবিবুর রহমান।

এ বিষয়ে দুদক মহাপরিচালক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের অনুমোদন ছাড়াই নকশা পরিবর্তন, অগ্রিম বিল প্রদানের নামে অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন। দুদকের অনুসন্ধানে জানা যায়, অভিযুক্তরাবিশেষ উন্নয়ন প্রকল্প-এর অনুমোদিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন এবং ৩০ কোটির অধিক টাকার চুক্তি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই সম্পাদন করেন। মামলার এজাহার বলা হয়েছে, অগ্রিম অর্থ প্রদানের কোনো আইনি ভিত্তি না থাকা সত্ত্বেও ঠিকাদারকে আর্থিক সহযোগিতার অজুহাতে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে অগ্রিম বিল প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক নিয়ে লুকোচুরিতে জনমনে প্রশ্ন জেগেছে: রিজভী
বিমানবন্দরের আশেপাশে ২৬৩টি অনুমোদনহীন উঁচু ভবন: বেবিচক চেয়ারম্যান
'সাহাবুদ্দীনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ড. ইউনূসের': ফারুক
অর্থপাচার মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা