ভয়াবহ দাবানলে জ্বলছে ফ্রান্স, ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ১৪:০৩| আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৪:০৫
অ- অ+

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বিশাল বনভূমি ও বসতি এলাকা। গত ৮০ বছরের মধ্যে এটিই দেশটির সবচেয়ে বড় দাবানল বলে মনে করা হচ্ছে। রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এই আগুনে এরই মধ্যে একজনের মৃত্যু হয়েছে, ধ্বংস হয়েছে অন্তত ২৫টি ঘরবাড়ি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, অড অঞ্চলের সাঁ লরঁ দ্য লা ক্যাবরিস গ্রামে একজন বাসিন্দার মৃত্যু হয়েছে। পারপিনিয়াঁ শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এই গ্রামে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, “এটি এক নজিরবিহীন দুর্যোগ।”

স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো জানিয়েছেন, দাবানলে এখন পর্যন্ত ১৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে, যা গত কয়েক বছরে পুরো ফ্রান্সজুড়ে পোড়া এলাকার সমান। ১৯৪৯ সালের পর এত বড় একক দাবানল আর হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

ডাচ পর্যটক রেনাতে কুট ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে বলেন,“এক মুহূর্ত আগেও ফোনে আমাদের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ আগুন দেখে গাড়িতে লাফিয়ে উঠে পালিয়ে এসেছি। কিছুই নিতে পারিনি। অলৌকিকভাবে বেঁচে গেছি।”

স্প্যানিশ পর্যটক ইসা মেদিনা বলেন, “এটা বিশ্বাসই করা যাচ্ছে না— একেবারে ধ্বংসযজ্ঞ।”

দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন প্রায় ২,০০০ দমকল কর্মী। আগুনের কারণে প্রায় ২,৫০০ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। ফ্রান্সের ফায়ার সার্ভিসের মুখপাত্র এরিক ব্রোকার্দি জানান, ঘণ্টায় প্রায় ৫.৫ কিমি গতিতে আগুন ছড়িয়ে পড়ছে, যা আগুন নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে।

চলমান দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে অতিরিক্ত গরম, শুষ্কতা এবং দিক পরিবর্তনশীল বাতাস দাবানলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে তুলছে। আগে গ্রীষ্মকালেই এই ঝুঁকি থাকলেও, এখন বসন্ত ও শরৎকালেও আগুন লাগার ঘটনা ঘটছে, এমনকি উত্তর ও মধ্য ফ্রান্সেও।

ফ্রান্সের পাশাপাশি স্পেন ও পর্তুগালেও দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। স্পেনের দক্ষিণাঞ্চলীয় তারিফা এলাকায় একটি ক্যারাভান থেকে আগুনের সূত্রপাত হয়, যা ঘণ্টায় ৫০ কিমি বেগে বাতাস ও তীব্র গরমের কারণে দাবানলে রূপ নেয়। আন্দালুসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোনিও সান্স জানান, আগুন নেভানোর পরও পুনরায় তা জ্বলে ওঠে।

অন্যদিকে পর্তুগালে চলতি বছরে এখন পর্যন্ত ৪২ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়েছে, যা গত বছরের তুলনায় আট গুণ বেশি। এর অর্ধেকই পুড়েছে মাত্র গত দুই সপ্তাহে।

বিশেষজ্ঞদের সতর্কতা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভয়াবহ রূপ নিতে পারে ভবিষ্যতে। তাই দাবানল মোকাবেলায় কার্যকর ও টেকসই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা।

(ঢাকাটাইমস/৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণ-অভ্যুত্থানে নিহত ৬ মরদেহ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর, জুরাইন কবরস্থানে দাফন
নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি গঠনে অছাত্র ও বিতর্কিতদের দৌড়ঝাঁপ, নেতৃত্বে ত্যাগীরা কোণঠাসা
অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা
রেকর্ড হারে কমলো জাপানের জনসংখ্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা