গণ-অভ্যুত্থানে নিহত ৬ মরদেহ আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর, জুরাইন কবরস্থানে দাফন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ১৭:০৪| আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৭:১৪
অ- অ+

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ৬ ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত হয়নি। ফলে গত এক বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পড়ে থাকা মরদেহগুলো বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর মধ্যে একটি নারীর (৩২) মরদেহ। বাকিগুলো পুরুষের। তাদের বয়স ৩০, ২৫, ২০, ২২ ও ২৫ বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। অজ্ঞাত হিসেবেই মরদেহগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

হস্তান্তর শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী গোলাম মোখলেসুর রহমান জানান, জুলাই আন্দোলনের সময় জুলাই থেকে ১৪ জুলাইয়ের মধ্যে মরদেহগুলো ঢাকা মেডিকেল আসে। এরপর সেগুলোর ডিএনএ আলামত সংগ্রহ করা হয়।

মরদেহ হস্তান্তরের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছয়টি মরদেহ এখানে রাখা হয়েছিল এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছিল। পুলিশের যতগুলো কার্যক্রম ছিল প্রত্যেকটি আমরা সম্পন্ন করেছি। আমরা বিষয়টি আদালতকে অবহিত করি এবং আদালতের নির্দেশেই মরদেহগুলো আঞ্জুমান মুফিদুলের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়। কবরস্থানে প্রত্যেকটি মরদেহের সিরিয়াল অনুযায়ী নম্বর থাকবে। ভবিষ্যতে যদি কারও সঙ্গে ডিএনএ স্যাম্পল ম্যাচ করে তাহলে তাদের মরদেহ দিয়ে দেওয়া হবে।

আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন সেবা অফিসার কামরুল ইসলাম বলেন, দাফনের উদ্দেশ্যে জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছয়টি মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এদের মধ্যে একজন নারী, বাকি সবাই পুরুষ।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধার কার্ডসহ ভারতীয় নাগরিক আটক: চোরাচালানে জড়িত থাকার অভিযোগ
রবি গ্রাহকদের ১৮ টাকায় চরকিতে ‘উৎসব ও ‘তাণ্ডব’ দেখার সুযোগ
দুদকের মামলায় কারাগারে নাজমুল আহসান কলিমুল্লাহ
‘আমন্ত্রণ পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম’, আদালতে সুমাইয়া জাফরিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা