রাঙামাটি সীমান্তে
আধার কার্ডসহ ভারতীয় নাগরিক আটক: চোরাচালানে জড়িত থাকার অভিযোগ

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনস্থ বগাখালী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি সদস্যরা মন চন্দ্র চাকমাকে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করার সময় আটক করেন। তার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, ‘সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। দেশের অভ্যন্তরে অনুপ্রবেশ বা চোরাচালানের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।’

মন্তব্য করুন