ক্লিয়ার ড্রিংক ‘ক্লিয়ার আপ’ এলো নতুন রূপে, অলওয়েজ ফুরফুরে ক্যাম্পেইন নিয়ে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৫, ১৯:৫০| আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২০:২০
অ- অ+

নতুন লোগো, প্যাকেজিং আর ফুরফুরে স্লোগান নিয়ে নতুন রূপে এলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ক্লিয়ার ড্রিংক ব্র‍্যান্ড ‘ক্লিয়ার আপ’। নতুন প্যাকেজিংয়ে ‘ক্লিয়ার আপ’-এর ২৫০মিলি ও ৫০০মিলি বোতলের সাথে এখন পাওয়া যাচ্ছে ২৫০মিলি ক্যান।

দিন বদলেছে, বদলেছে তারুণ্যের জীবনধারা। ক্লাস, কাজ, আড্ডা, ঘোরাঘুরি কিংবা নতুন কিছু এক্সপেরিয়েন্স করার প্রচেষ্টা- সবকিছুতেই ছুটে চলেছে আজকের তরুণরা। এই গতিময় জীবনে প্রয়োজন কিছু ফুরফুরে মুহূর্ত, স্বস্তি আর প্রশান্তি।

তরুণদের আধুনিক জীবনধারার সঙ্গে তাল মিলিয়ে ‘ক্লিয়ার আপ’ নিয়ে এসেছে নতুন স্লোগান “Always ফুরফুরে”। এই নতুন স্লোগানকে ঘিরেই ‘ক্লিয়ার আপ’ শুরু করেছে তাদের নতুন পথচলা, প্রাণবন্ত বিজ্ঞাপনের মাধ্যমে।

টেলিভিশন, ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে চলছে প্রচারণা। চলছে বিভিন্ন ওয়েবসাইট ও নিউজ পোর্টালে জিডিএন ব্যানার, ওয়েলকাম ব্যানার, ফেসবুক প্রমোশনসহ নানা ধরনের প্রচারণা। এছাড়াও, আউটডোরে চলছে বিলবোর্ড, শপ সাইন এবং রিটেইল আউটলেটে নানা ধরনের পিওএসএম ব্র্যান্ডিং।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জহুরুল আলম এ বিষয়ে বলেন- “আমরা অনেক আশাবাদী ‘ক্লিয়ার আপ’-এর ফুরফুরে যাত্রা নিয়ে। আনন্দের ব্যাপার হলো রিলঞ্চ হওয়ার পর থেকেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। দেশজুড়ে সবাই ‘ক্লিয়ার আপ’-এর ফুরফুরে রূপ পছন্দ করছে। আমরা বিশ্বাস করি অচিরেই ‘ক্লিয়ার আপ’ দেশের প্রতিটি কোণে আরও বেশি সমাদৃত হবে।”

বিজ্ঞপ্তি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভিসা লিডারশিপ কনক্লেভ ২০২৫-এ রেকর্ড ৬টি পুরস্কার জিতেছে ব্র্যাক ব্যাংক
সুনামগঞ্জে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত: শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন 
তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় আইএসও সনদ পেল আইএফআইসি ব্যাংক
দেশে ২৪ ঘণ্টায় আরও তিন ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৮
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা