এপিইউবি’র নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানাল বিএসপিইউএ

বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) এর নির্বাহী পরিষদ, সংগঠনের সভাপতি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর নেতৃত্বে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে। ৬ আগস্ট বুধবার বিকেলে বনানীর এপিইউবি অফিসে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এই শুভেচ্ছা বিনিময় ছিল পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার প্রতীক, যার উদ্দেশ্য ছিল উভয় সংগঠনের মধ্যে সম্পর্ক জোরদার করা। শুভেচ্ছা প্রদান শেষে উভয় সংগঠনের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের উন্নয়নে পারস্পরিক অগ্রাধিকারমূলক বিষয় ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।
এপিইউবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান বেনজির আহমেদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি), সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদিন (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ), জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. রেজাউল করিম (সাউথইস্ট ইউনিভার্সিটি), ট্রেজারার কাইয়ুম রেজা চৌধুরী (ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক), নির্বাহী সদস্য লুৎফে এম. আইয়ুব (চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি), নওশাদ শামসুল আরেফিন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), আবুল কাশেম হায়দার (ইস্টার্ন ইউনিভার্সিটি), শাফায়েত কবির চৌধুরী (ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি), দিদার এ. হুসেইন (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ), মো. আশরাফ আলী (প্রাইম ইউনিভার্সিটি) এবং হাফিজুর রহমান খান (বরেন্দ্র ইউনিভার্সিটি)।
বিএসপিইউএ'র পক্ষে সভায় অংশগ্রহণ করেন ভাইস-প্রেসিডেন্ট (গবেষণা ও উদ্ভাবন) প্রফেসর ড. মো. মামুন হাবিব (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ), ট্রেজারার প্রফেসর ড. জুলফিকার হাসান (সিটি ইউনিভার্সিটি), অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর ড. এম. আর. কবির (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), ট্রেনিং অ্যান্ড লার্নিং সেক্রেটারি ড. ফারহানা ফেরদৌসী (সাউথইস্ট ইউনিভার্সিটি), নির্বাহী সদস্য প্রফেসর ড. সারওয়ার মোর্শেদ (আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি) এবং ড. মোহাম্মদ আলী (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ)।
আলোচনা শেষে উভয় সংগঠন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় খাতের কল্যাণে নীতিনির্ধারণী সহায়তা, পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করে।
বিজ্ঞপ্তি

মন্তব্য করুন