রাকসু নির্বাচন ঘিরে গণতান্ত্রিক ছাত্র জোটের ৩ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সামনে রেখে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতসহ তিন দফা দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।
বৃহস্পতিবার দুপুরে এসব দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রাকসু কোষাধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয় বলে জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোটের অন্যতম সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল।
পরে সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো দাবিগুলো হলো- রাকসু নির্বাচনের ভোট কেন্দ্র আবাসিক হলের বদলে একাডেমিক ভবনে স্থাপন, আবাসিক হলে কোরআন পোড়ানো, রেজিস্ট্রারের বাসায় হাতবোমা বিস্ফোরণ ও ছাত্র জোটের কর্মসূচিতে হামলার তদন্ত ও বিচার নিশ্চিত, সাইবার বুলিং রোধে একটি কার্যকর সেল গঠন এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
ফুয়াদ রাতুল বলেন, “২৮ জুলাই ঘোষিত তফসিলে ভোটকেন্দ্র হিসেবে আবাসিক হলের উল্লেখ রয়েছে। ২০১৮ সালের ডাকসু নির্বাচনে আমরা দেখেছি, হলে ভোট কেন্দ্র থাকলে ভুয়া ভোটার লাইন তৈরি, বিভ্রান্তি ও অর্থের বিনিময়ে আধিপত্য বিস্তারের চেষ্টা হয়। আমরা চাই না রাকসু নির্বাচনে সেই অনৈতিক সংস্কৃতি ফিরে আসুক।”
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পর ছাত্রলীগের নিয়ন্ত্রণ কিছুটা কমলেও ক্যাম্পাসে এখনো সহিংসতার শঙ্কা রয়েছে। কোরআন পোড়ানো, মব অ্যাটাক, রেজিস্ট্রারের বাড়িতে হাতবোমা বিস্ফোরণ কিংবা ছাত্র জোটের কর্মসূচিতে হামলার কোনো বিচার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে।”
এমন প্রেক্ষাপটেই একটি ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক’ রাকসু নির্বাচনের স্বার্থে তারা এসব দাবি জানিয়েছেন।
(ঢাকাটাইমস/০৮আগস্ট/এলকে)

মন্তব্য করুন