নিউ মার্কেটে সেনা অভিযানে ১১শ’ সামুরাইসহ বিপুল ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯

রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কাছে সরবরাহের জন্য রাখা বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাতে পরিচালিত এ অভিযানে ১১০০টি সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু, মিট হ্যামারসহ বিভিন্ন অস্ত্র জব্দ এবং অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রুকনুজ্জামান, রাব্বি, রোমান, আলী আকবর, সাজিদ হাসান, আলী, হৃদয় মিয়া, নুর হোসেন ও মো. স্বপন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নিউ মার্কেটের রোকনের মমতাজ ট্রেডার্স, হৃদয় মিয়ার শাকিল ক্রোকারিজ ও স্বপন মিয়ার থ্রী ডট ক্রোকারিজ নামের তিনটি দোকানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হয়।
এদিন রাত ১১টার দিকে মোহাম্মদপুর সেনাবাহিনীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পার্শ্ববর্তী ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ব্যাটালিয়নের ‘ডেয়ারিং টাইগার্স’-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম উদ্দিন আহমেদ বলেন, এ ধরনের অস্ত্র কিশোর গ্যাংয়ের শোডাউনে প্রায়ই দেখা যায়। একটি সংঘবদ্ধ চক্র সন্ত্রাসীদের হাতে এসব অস্ত্র তুলে দিচ্ছে। নিউ মার্কেটের তিনটি দোকানের গোপন স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।
তিনি ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা কেউ সামুরাই, চাপাতি বা ধারালো অস্ত্র বিক্রি করবেন না। অনেকে শখ বা স্যুভেনির হিসেবে এগুলো সংগ্রহ করেন, কিন্তু বাস্তবে এসব অস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ব্যবহার করছে। এতে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে-এ প্রবণতা যে কোনো ভাবে বন্ধ করতে হবে।
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ইনশাআল্লাহ কিশোর গ্যাং বন্ধ করবই। আপনার আশপাশে কেউ ধারালো অস্ত্রের অবৈধ ব্যবসা করলে নিকটস্থ ক্যাম্পে খবর দিন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যা সমাধান সম্ভব।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এলএম)

মন্তব্য করুন