সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কোস্ট গার্ডের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৫, ২২:২৫
অ- অ+

সেন্টমার্টিনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নানা ধরনের জনসেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। এর অংশ হিসেবে বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী–এর ব্যবস্থাপনায় সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। এতে অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৫ সমঝোতা স্মারক
প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহবায়ক কমিটি গঠিত
শিক্ষায় বৈষম্য দূর, খেলাধুলা বাধ্যতামূলক: আমিনুল হক
কারা হেফাজতে ঢাকার ব্যবসায়ীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা