হাতিয়ায় কুখ্যাত ডাকাত নিজাম গ্রেপ্তার, বিপুল অস্ত্র-বোমা জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৫, ১৮:৩৫
অ- অ+

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র হাত বোমাসহ কুখ্যাত ডাকাত মো. আবু বকর সিদ্দিক ওরফে নিজাম (৪৫) গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নোয়াখালীর হাতিয়া উপজেলার বাংলাবাজার মাছ ঘাটে আবু বকর সিদ্দিক ওরফে নিজাম ডাকাতের মাছের আড়তে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। এর ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজাম ডাকাতকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় জনপ্রতিনিধি, মাছ ঘাটের সাধারণ সম্পাদক জনসাধারণের উপস্থিতিতে "বিসমিল্লাহ মৎস্য আড়ত"- তল্লাশি চালানো হয়। সেখানে থেকে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাউন্ড তাজা কার্তুজ, রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র এবং ২৯টি হাত বোমা উদ্ধার করা হয়।

আটককৃত ডাকাত জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্র্র্র্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করেনি: প্রেস উইং
তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের মূল লক্ষ্য: আমিনুল হক 
বিমানবন্দর রেলস্টেশনে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ দোকান উচ্ছেদ, সন্দেহভাজন আটক
পুলিশের সদস্যদের অহংকার, লোভ ও হিংসা বর্জনের আহ্বান সিনিয়র সচিব নাসিমুল গনির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা